বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। অন্যান্য দিনের তুলনায় আজ রাজধানীতে যানবাহন চলাচল কম। সেইসঙ্গে গণপরিবহনগুলোতে যাত্রী সংখ্যাও কম। ভয় থাকলেও কিছু যাত্রী বাধ্য হয়ে গাড়িতে উঠছেন জীবনের তাগিদে।
আজ রবিবার রাজধানীর কুড়িল বিশ্বরোড, নদ্দা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী, শনির আখড়া, ধোলাইপাড়সহ বেশ কিছু এলাকায় এমন চিত্র দেখা গেছে।
পরিবহন চালকরা বলছেন, রাস্তায় গাড়ি চালানো অনেক ঝুঁকি থাকলেও জীবিকার তাগিদে তারা বের হয়েছেন। তবে যাত্রী না পেয়ে অনেকটাই হতাশ হচ্ছেন তারা।
নতুন বাজার এলাকার অফিসগামী নাজমুল জানান, রাস্তায় গাড়ি অনেক কম। অপেক্ষা করছি।
তবে রাস্তায় মানুষের সংখ্যাও কম দেখা গেছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতার সব নেতাকর্মীকে মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে আজ রবিবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ