১৯ ডিসেম্বর, ২০২৩ ২২:৩২

সিদ্ধিরগঞ্জে নৌকা প্রতীকে ভোট চেয়ে একযোগে মিছিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে নৌকা প্রতীকে ভোট চেয়ে একযোগে মিছিল

নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সিদ্ধিরগঞ্জ ৬৬ কেন্দ্র কমিটির উদ্যোগে একযোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গঠিত কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে একযোগে ৬৬টি পৃথক নৌকা প্রতীকে ভোট চেয়ে এ মিছিল বের করা হয়। 

দ্বাদশ জাতীয় নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান। সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে দলীয় নেতাকর্মীরা একযোগে এ নৌকা প্রতীকে ভোট চেয়ে এ মিছিল বের করেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম। 

এসময় পৃথকভাবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক কউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, নাসিক প্যানেল মেয়র শাহজালাল বাদল, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, নাসিক ওয়ার্ড ১০নং কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা কাজী আমির হোসেন, নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন, ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন বাপ্পী, মিজমিজি পাইনদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি আবদুস সামাদ বেপারী, সদস্য সচিব যুবলীগ নেতা হুমায়ুন কবির, শ্রমিক নেতা আশরাফ উদ্দিন, যুবলীগ নেতা তানভীর কবির মুন্না ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নেতা খন্দকার মানিক মাস্টারসহ প্রতিটি ওয়ার্ডের মাঠ পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর