কুমিল্লা নগরী সংলগ্ন শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭) নামে এক ছাত্রদল নেতা গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার শাসনগাছা মধ্যমপাড়ার আবুল কাশেম ও মোল্লা বাড়ির রাব্বি-সাক্কু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত অর্ণব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার মিয়া ছেলে। তিনি শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রির শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিকের (২৮) ডানপায়ে, নেয়ামত উল্লাহর (৩৫) কোমরে, নুরুল আফসার মোহনের (২২) পিঠে এবং নাজমুল হাসানের (২৬) হাতের নিচে গুলি লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর শহরতলীর শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস সার্ভিসে কর্মরত ছিলেন অর্ণব। তখন একই এলাকার ছাত্রলীগ কর্মী রাব্বি ও আলাউদ্দিন এসে প্রকাশ্যে গুলি করেন। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, অর্ণব আমাদের কর্মী, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সে। এবারের কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে তার নাম বিবেচনায় রাখা হয়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, লেগুনা স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ বাধে বলে শুনেছি। এ সময় দুই পক্ষ গুলি শুরু করলে অর্ণব নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অর্ণব কোনো গ্রুপের নাকি পথচারী তা এখনও শনাক্ত হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত