নিত্যপণ্যের দাম নিয়ে জনগণের সঙ্গে মশকরা করছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। অথচ সরকারের মন্ত্রীরা নির্বোধের মতো কথা বলছেন।
শনিবার রাজধানীর মিরপুরে ওয়ার্ড বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, সরকারের জবাবদিহিতা নেই বলেই ক্ষমতাসীন দলের নেতারা নির্বোধের মতো বক্তব্য দিচ্ছেন। জবাবদিহিতা নেই বলেই ডিম, খেজুর, বড়ই, পিঁয়াজ নিয়ে তারা নির্বোধের মতো কথা বলছেন। সরকারের বিরুদ্ধে বিএনপির লড়াই অব্যাহত থাকবে। জনরোষে পতন হবে ক্ষমতাসীনদের।
বিএনপির এ নেতা আরও বলেন, জনগণের ভোটের অধিকার প্রয়োগের সুযোগ থাকলে ক্ষমতাসীনদের দেখিয়ে দিতো। যারা গরিব মানুষের সম্পদ লুট করে পাচার করেছে, জনগণ তাদের ক্ষমা করবে না। বিএনপির আন্দোলন চলছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিজয় আসবেই।
বিডি-প্রতিদিন/শফিক