সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও মাদক ব্যবসায়ীরা কারও নয়, কোন দলেরও নয়। ওদের কোনো আদর্শ নেই- ওরা এলাকা, দেশ ও জাতির শত্রু। গতকাল শুক্রবার মীরহাজিরবাগ জামে মসজিদে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার পার্টিতে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. মো. আওলাদ হোসেন একথা বলেন।
শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর হাবুর সভাপতিত্বে আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় এই জাতীয় সংসদ সদস্য আরও বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও মাদক ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে ক্ষমতাসীনদের সাথে থাকে, ওদের স্বার্থে রাজনীতিবিদদের ব্যবহার করে। ওদের কোন দেশপ্রেম নেই, কোন আদর্শ নেই। প্রয়োজনে নেতা পরিবর্তন করে, দল পরিবর্তন করে।’
দলমত নির্বিশেষে সকল দেশপ্রেমিক রাজনীতিবিদ ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও মাদক ব্যবসায়ীদের পরিহার করি। আমরা সকলে মিলে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত এলাকা গড়ে তুলি।
শ্যামপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার কাজী সামিউল রহমান অভির সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি ও ৫২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ নাছিম মিয়া, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত মুফতি ও সাধারণ সম্পাদক শরীফ মো. আলমগীর, ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মহব্বত হোসেন, ঢাকা মহানগর শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী কাজী শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য আলমগীর হোসেন, কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য শহীদ মাহমুদ হেমীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/শফিক