পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাতসহ নানা আয়োজনে গাজীপুরে ঐতিহাসিক ১৯ মার্চের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে গাজীপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে নির্মিত ভাস্কর্য ‘অনুপ্রেরণা ১৯’ এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পরিষদ, জেলা পুলিশ, সশস্ত্র প্রতিরোধে অংশগ্রহণকারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। গাজীপুরের জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, অধ্যাপক এম এ বারি প্রমুখ উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ১৯ মার্চ সশস্ত্র প্রতিরোধ দিবসকে জাতীয়ভাবে পালনের জন্য গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের কাছে সর্বাত্মক চেষ্টা করা হবে বলেও জানান জেলা প্রশাসক।
প্রসঙ্গত: ১৯৭১ সালের ১৯ শে মার্চ গাজীপুরে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধের সূচনা হয়েছিল। এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিলেন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা। তখন এ প্রতিরোধের সূত্র ধরে ‘জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন কর’ স্লোগানে বিপ্লবী বার্তা ছড়িয়ে পড়ে পুরো দেশজুড়ে। সেদিন পাকবাহিনীর গুলিতে গাজীপুরের নিয়ামত, মনু খলিফা ও হুরমত আলী শহীদ হন এবং আহত হন অনেকে। পরে গুরুতর আহত কানু মিয়াও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিডি প্রতিদিন/এমআই