পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের উদ্যোগে ৫নং ওয়ার্ডের ৫ হাজার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। আজ রাজধানীর সবুজবাগ থানাধীন ৫নং ওয়ার্ডের কদমতলীর প্রিন্স গার্ডেন মাঠে এসব উপহার বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় এমপি সাবের হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সাবের হোসেন চৌধুরী বলেন, এ বছর প্রধানমন্ত্রী আমাদের ইফতার পার্টি বন্ধ রেখে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। সেটি বাস্তবায়নে আমি আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দকে ইফতার পার্টিতে অর্থ ব্যয় না করে মানুষের কল্যাণে কিছু করার নির্দেশনা দিয়েছি।
তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে এইভাবে সাধারণ মানুষের জন্য খাদ্য - বস্ত্রের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান।
এসময়ে হাজার হাজার নারী পুরুষের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে বিতরণ স্থানটিতে ঈদের আমেজ সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/আরাফাত