বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জনগণ আমাদের আন্দোলনে সাড়া দিয়ে ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে। আমাদের তাদের কাছে ঋণী। এ ঋণের প্রতিদান আমাদের দিতে হবে। এজন্য রাজপথ ছাড়া যাবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই ফিরিয়ে আনতে হবে বাকস্বাধীনতা, দেশবাসীকে ফিরিয়ে দিতে হবে তাদের ভোটাধিকার।
বুধবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ী বাঁশের পুল গোলাম মোস্তফা কলেজ রোডে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন ইশরাক। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বক্তব্য রাখেন।
ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকামী মানুষকে পদদলিত করে রেখেছে। সারাদেশকে বদ্ধ কারাগারে পরিণত করেছে। তাদের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পতিত হয়েছে। রাজনৈতিক সহবস্থান আজ রূপকথার গল্পে পরিণত হয়েছে।
তিনি বলেন, বিএনপি আজ একা নয়। জনগণসহ দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ। বিদেশি প্রভুদের আর্শীবাদ নিয়ে এ সরকার টিকে রয়েছে। বিনিময়ে সরকার বিদেশিদের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। এবার প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তেলার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে।
৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল ভূঁইয়া তুহিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিন, সদস্য জামসেদুল আলম শ্যামল, ডেমরা থানা বিএনপি নেতা জামান, সেলিম, শ্রমিক দলের সাবেক যাত্রাবাড়ী থানা সভাপতি শিপন খান, যুবদলের ৬৪ নং আহ্বায়ক সাইফুল ইসলাম জনি, সদস্য সচিব নুরুল আমিন ফায়েল, ছাত্রদল সভাপতি শিফাত, ৬৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম, ফিরোজ আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত