রংপুরে চৈত্র মাসেও মাঘ মাসের মতো শীতের আমেজ বিরাজ করছে। দুইদিন থেকে থেমে থেমে বৃষ্টি সূর্যের লুকোচুরি খেলায় পুরোপুরি শীতের আমেজ এনে দিয়েছে এই অঞ্চলে।
যারা শীতকে বিদায় জানিয়ে গরম কাপড় তুলে রেখেছিলেন তাদের অনেকেই আবার শীত পোশাক বের করতে বাধ্য হয়েছেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গছে, রংপুরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বিচিত্র আচরণ করছে। বুধবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলিসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি অবস্থানে চলে আসায় মাঘ মাসের মতো শীত অনুভূত হয়েছে।
আজ বৃহস্পতিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কিছুটা বাড়লেও শীতের রেশ কাটেনি। দুইদিনে বৃষ্টিপাত হয়েছে প্রায় ৫০ মিলিমিটার। এছাড়া থেমে থেমে বৃষ্টি হওয়ায় সূর্যের মুখ ঠিকমতো দেখা যাচ্ছে না। ফলে প্রকৃতিতে এসেছে শীতের আমেজ। অনেকের মতে এটা বিরূপ আবহাওয়া।
এদিকে, হিমেল হাওয়ার কারণে বৃহস্পতিবার বিকালে অনেক পথচারীকে গরম কাপড় পরে চলাফেরা করতে দেখা গেছে। বৃষ্টির কারণে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল ছিল কম। বিরূপ আবহাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতার পরিমাণ ছিল নগণ্য।
আবহাওয়া অফিস বলছে, এ ধরনের আবহাওয়া আরও দুই একদিন থাকতে পারে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ