ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে দ্রুতগতির লেনে ঢাকাগামী দূরপাল্লার বাস দাঁড়িয়ে যাত্রী নামানোর কারণে ১৫৪টি বাসের নামে মামলা দায়ের করা হয়েছে। সেইসঙ্গে ১০টি বাসের কাগজপত্রে ত্রুটি থাকায় আটক করেছে হাইওয়ে পুলিশ শিমরাইল ফাঁড়ির সদস্যরা।
বৃহস্পতিবার একদিনেই ৫০টি বাসের নামে মামলা দায়ের করলেও দ্রুতগতির লেনে বাস দাঁড়িয়ে যাত্রী নামানো অব্যাহত রেখেছেন বাস চালকরা। মহাসড়কের মধ্যে যাত্রীরা নেমে ৫ ফুট উঁচু সড়ক বিভাজক ডিঙ্গিয়ে সড়ক পার হচ্ছেন। তাদের থামানো যাচ্ছে না।
এদিকে, মহাসড়কের গুরুত্বপূর্ণ শিমরাইল মোড়ে দুপুরে হাইওয়ে পুলিশের অতিরিক্তি ডিআইজি নাবিলা জাফরিন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র্যাব -১১ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ তানভির মাহমুদ পাশা এবং নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম সরেজমিনে লেন সমস্যার চিত্র দেখতে আসেন। আসন্ন ঈদুল ফিতরের সময় মহাসড়কে ঘরমুখো মানুষের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সে বিষয়টি নিয়েও আলোচনা হয়।
এ সময় সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বক্কও সিদ্দিক, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আমিনুল ইসলাম ও শিমরাইল হাইওয়ে পুলিশের টিআই একেএম শরফিুদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনাসাধারণের যানমালের নিরাপত্তার স্বার্থে এবং ভোগান্তি কমাতে মহাসড়কের সড়ক বিভাজকের ওপর কাটাতারের বেড়া দেওয়ার জন্য হাইওয়ে পুলিশের অতিরিক্তি ডিআইজি নাবিলা জাফরিন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌকে অবহিত করেন।
হাইওয়ে পুলিশের শিমরাইলের ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেন, মহাসড়কের সড়ক বিভাজকে জনস্বার্থে এবং যাত্রীসাধারণের যানমালের নিরাপত্তার স্বার্থে কাটাতরের বেড়া দিয়ে আটকিয়ে দেওয়ার জন্য গত ১৭ মার্চ ২০২৪ লিখিত একটি চিঠি প্রদান করেছেন নারায়ণগঞ্জ সড়ক অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌসকে।
এদিকে, হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা স্বার্থে দ্রুতগতির লেনে কোন বাস থামিয়ে যাত্রী যাতে নামাতে না পারে সে জন্য আমরা সজাগ রয়েছি। গত ১১ মার্চ থেকে আমরা অভিযান চালাচ্ছি। গত ১১ দিনে ১৫০টি বাসের নামে মামলা করেছি এবং কয়েটি গাড়ির কাগজপত্র না থাকায় আটক করেছি। এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, লোকাল লেন সম্পূর্ণ পরিষ্কার রেখেছি যাতে ঢাকাগামী দূরপাল্লাগামী বাস শিমরাইলে এসে লোকাল লেনে যাত্রীদের নিরাপদে নামাতে পারে সে ব্যবস্থা করেছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন