বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সব বিদেশি রাষ্ট্রই বিএনপির বন্ধু। কারও সঙ্গে বৈরিতা নেই। যারাই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে তারাই জনগণের প্রকৃত বন্ধু।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নবীন দলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সরকার। তবে এসব করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না।
বিএনপি লগি-বৈঠার মাধ্যমে সরকারকে হটাতে পারেনি বলে এটা দলটির ব্যর্থতা ভাবার সুযোগ নেই বলেও মন্তব্য করেন মঈন খান।
তাই ধৈর্য ধরে চলমান আন্দোলন চালিয়ে নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র এই নেতা।
বিডি-প্রতিদিন/শফিক