রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানজট নিরসনের কাজ করছেন শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সড়কে শৃঙ্খলায় কাজ করছেন এবং একই সঙ্গে তারা সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। দেশের বিভিন্ন অঞ্চলে এ কাজে যুক্ত আছে বসুন্ধরা শুভসংঘের সদস্যরাও।
আজ শুক্রবার রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব মোড়, নিউমার্কেট, আজিমপুর ও পলাশী মোড় এলাকার বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায় বসুন্ধরা শুভসংঘের সদস্যদের।
সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স ও ঢাকা কলেজ শাখার সদস্যরা যানজট নিরসনের লক্ষ্যে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এদিন সকাল থেকে বৃষ্টিতে ভিজেও কাজ করে চলছেন। পাশাপাশি তারা রাস্তাও পরিষ্কার করছেন।এ ছাড়া পথচারীদের ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থানে থামার নির্দেশনা দিচ্ছেন তারা। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা জনসাধারণকে নিয়ম-শৃঙ্খলা শেখাচ্ছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ