কুমিল্লায় খুন, ডাকাতি ও ধর্ষণসহ গুরুতর অপরাধের ঘটনা বেড়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
তথ্যানুযায়ী কুমিল্লায় গত সেপ্টেম্বর মাসে খুনের ঘটনা ঘটেছে ১১ টি। অক্টোবরে খুনের ঘটনা ঘটেছে ১৪ টি। সেপ্টেম্বর মাসে ডাকাতির ঘটনা ঘটেছে ২ টি। গতমাসে ডাকাতির ঘটনা ঘটেছে ৬ টি।
সেপ্টেম্বরে ধর্ষণের ঘটনা ঘটেছে ৫ টি। গতমাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৮ টি। সেপ্টেম্বর মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২৪ টি। অক্টোবরে ঘটেছে ৩১ টি।
এছাড়াও পুলিশের ভাষ্য অনুযায়ী কুমিল্লায় সিঁদেল চুরির ঘটনাও বেড়েছে। সেপ্টেম্বর মাসে সিঁদেল চুরির ঘটনা ঘটেছে ৮ টি। গতমাসে এ ঘটনা ঘটেছে ১২ টি।
রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে কুমিল্লায় খুন, ডাকাতিসহ গুরুতর অপরাধের ঘটনা বেড়েছে বলে আইন শৃঙ্খলা কমিটির সভায় অবহিত করা হয়।
সভায় কুমিল্লায় যানজট নিরসনের লক্ষ্যে আলোচনা করা হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেছেন, যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন বাস টার্মিনাল স্থানান্তকরণের জন্য জমি অধিগ্রহণের কোনো প্রস্তাব জেলা প্রশাসনে পাঠায়নি। তিনি মাদকদ্রব্য বহনকারীদের না আটক করে মূলহোতাদের আটকের নির্দেশ দেন।
সভার শুরুতে বিগত আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত সমূহ ও বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন করা হয়।
সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম, পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আকতার, পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/হিমেল