লাখো মুসল্লির আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা।
আজ শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলায় ইজতেমা শেষে ৩০ দিন, ৬৩ দিনের মাদানী কাফেলা সারা দেশে সফরে বের হবে।
আখেরি মোনাজাত পরিচালনা করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুল মোবিন আত্তারি।
দাওয়াতে ইসলামী বাংলাদেশের মিডিয়া বিভাগের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারি বলেন, সরকারের সার্বিক সহযোগিতায় লাখো মুসল্লির অংশগ্রহণে সুষ্ঠু ও নিরাপত্তার সাথে ইজতেমা সমাপ্ত হয়েছে। আজ আগামী বছরের ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর দাওয়াতে ইসলামীর আন্তর্জাতিক ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ