গাজীপুরের কালীগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা : তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প’র (২য় পর্যায়) আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলা তথ্যকেন্দ্র কর্তৃক আয়োজিত কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
উপজেলা তথ্য কেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্নার পরিচালনায় উঠান বৈঠকে নারী নির্যাতন প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা ও সমাধান এবং বাল্যবিয়ে, আইনি সহায়তা বিষয়েও আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই