বরিশাল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক পদে এসএম জাকির হোসেন জয়ী হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। রাত ১১টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক সাইফুর রহমান মিরন।
বরিশাল প্রেসক্লাবের ১৭টি পদের মধ্যে ১৪টি পদে ভোট নেওয়া হয়। এ ১৪ পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও তিনটি পদে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে জাকির হোসেন ও হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম মোফাজ্জেল, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষার, ক্রীড়া সম্পাদক পদে রুবেল খান, সদস্য পদে এম জহির, কমল সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক ভূইয়া, পুলক চ্যাটার্জি, সুমন চৌধুরী, মঈনুল ইসলাম সবুজ এবং শাহিন হাসান।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন-কোষাধ্যক্ষ পদে সুখেন্দ এদবর, পাঠাগার সম্পাদক পদে কেএম নয়ন ও দফতর সম্পাদক পদে নাসিরউদ্দিন।
বিডি প্রতিদিন/আরাফাত