বিএনপির যুগ্ন মহাসচিব ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক হাবিব উন নবী খান সোহেল বলেছেন, আর কোন অবৈধ সরকার যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না থাকতে পারে। আমরা চাই জনগণের সরকার আর যেন কোন ব্যক্তির সরকার না হয়। কোনো পরাশক্তির পৃষ্ঠপোষকতায় কোন অবৈধ সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না থাকে। সেই জন্য আমরা লড়াই করছি। আমাদের লড়াই সেইদিন সফল হবে যেদিন বাংলাদেশের জনগণের ভোটে একটি সরকার নির্বাচিত হবে।
বুধবার বিকাল ৪টায় ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আগামী দিনে জনগণ যদি বিএনপিকে সমর্থন দেয় তাহলে বাংলাদেশে ক্রীড়াঙ্গনে স্বর্ণযুগ তৈরি হবে। শুধু ক্রীড়া নয় কৃষি, শিল্প, শিক্ষা ও সংস্কৃতিতে স্বর্ণযুগ ফিরে আসবে। যা গত কয়েক বছরে আমরা হারিয়ে ফেলেছিলাম।
এসময় তিনি আক্ষেপ করে বলেন, আমাদের বাচ্চারা মোবাইল সংস্কৃতির মধ্যে পড়ে গেছে। একই ঘরে বসে বাবা, মা, ভাই, বোন মোবাইল টিপছে কিন্তু কেউ কারও সঙ্গে কোন কথা বলছে না। এই অবস্থার যদি পরিত্রাণ চাই তাহলের আমাদের শিশুদের মাঠে ফিরিয়ে আনতে হবে। খেলাধুলাকে স্কুলগুলো এক্সট্রা কারিকুলামে রাখলে হবে না, কম্বল সারি করতে হবে স্কুলগুলোতে। আগামীতে যদি বিএনপিকে জনগণ সমর্থন দেয় তবে তাই করা হবে।
এসময় আরাফাত রহমান কোকোর রুহের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাবিব উন নবী খান সোহেল বলেন, আরাফাত রহমান কোকো দেশের জন্য, ক্রীড়াঙ্গনের জন্য কাউকে না জানিয়ে নিভৃতে কাজ করেছেন। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল ইসলাম, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক ফুটবলার কায়ছার হামিদ ও ছাব্বির, ইব্রাহীম খলিল, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ হান্নান খান, একেএম মাহাবুবুল আলম, এনামুল হক আকন্দ লিটন, শামীম আজাদ, কায়কোবাদ মামুন প্রমুখ।
আয়োজক সূত্র জানায়, বৃহত্তর ময়মনসিংহের ৭টি জেলা ও মহানগর বিএনপির ইউনিটকে লাল ও সবুজ দলের বিভক্ত করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ দক্ষিন জেলা, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জের সমন্বয়ে গঠিত হয় সবুজ দল। এই দলের কোচ ও ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন।
অপরদিকে ময়মনসিংহ মহানগর, উত্তর জেলা ও শেরপুর জেলার সমন্বয়ে লাল দল গঠন হয়। এতে কোচ ও ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল হক। ৬০ মিনিটের এই খেলায় সবুজ দলকে ১-০ গোলে পরাজিত করে জয় লাভ করেন লাল দল। এতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মদ্যে যুরস্কার বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক হাবিব উন নবী খান সোহেল। এসময় খেলার মাঠে বিপুল পরিমাণ দর্শক উপস্থিত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত