নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক চাপায় আসাদ মিয়া (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। আজ রবিবার (১৯ জানুয়ারি) সকালে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদ মিয়া পুরান বন্দর এলাকার মৃত আমির হোসেনের ছেলে। এসময় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে দুইপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানায়, মদনগঞ্জ থেকে যাত্রী নিয়ে মদনপুর যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। আহত হয় অটোরিক্সায় থাকা তিন যাত্রী। তাদেরকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়। দুর্ঘটনা পর চালক ট্রাকটি নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ট্রাকটি সনাক্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ