রাজধানীর মিরপুরের শ্যামলপল্লী বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (১৮ মে) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই, রাত ৮টা ১০ মিনিটে, মিরপুর ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে মিরপুর ফায়ার স্টেশনের আরও দুইটি ইউনিটসহ কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট সাতটি ইউনিট একযোগে কাজ করে রাত ৯টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/মুসা