নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনব্যাপী যৌথ বাহিনীর উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কটি একটি ব্যস্ততম সড়ক। এ সড়কের দুই পাশে গাউছিয়া কাপড়ের মার্কেটসহ বিভিন্ন বড় ব্যবসা প্রতিষ্ঠান অবস্থিত। শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন হাজারো মানুষের চলাচল হয় এই এলাকায়। কিন্তু দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশ অবৈধভাবে দখল করে দোকানপাট বসিয়েছিলেন ফুটপাত ব্যবসায়ীরা। এতে যান চলাচলে মারাত্মক বিঘ্ন হচ্ছিল। ফলে সৃষ্টি হচ্ছিল দীর্ঘ যানজট, দুর্ভোগে পড়ছিলেন সাধারণ যাত্রী ও পথচারীরা।’
তিনি আরও বলেন, ‘কয়েকদিন পর পর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও ফের দখলে নেন ব্যবসায়ী। এবার তাদের আর দখল করতে দেওয়া হবে না।’
জেলা প্রশাসনের উদ্যোগে সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে মহাসড়কের দুই পাশের সব ধরনের অবৈধ স্থাপনা-দোকানপাট বুলডোজার ও বেকু (ব্যাকহো) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান শেষে পুরো মহাসড়ক ও পাশের ফুটপাত দখলমুক্ত হয়ে যায়। এতে যাত্রী, পথচারী ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতে কেউ মহাসড়কের জায়গা দখল করে অবৈধ দোকানপাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/জামশেদ