রাজধানীর মহাখালী আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে ছিল কালো গেঞ্জি ও ট্রাউজার।
পথচারী বিল্লাল হোসেন জানান, সাদা রঙের একটি প্রাইভেটকার ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেলে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিল্লাল হোসেন আরও জানান, গাড়িটিতে হয়তো তিনজন ছিলেন। একজনকে তিনি নিজে ঢামেকে নিয়ে আসেন, আরেকজনকে পথচারীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়। তৃতীয় জনের সন্ধান পাওয়া যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ