রাজধানীর মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তবে নিহত দুজনের নাম-পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে মহাখালীর ফ্লাইওভারের কাছেই এই দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রাইভেটকারটির অতিরিক্ত গতি ছিল। মহাখালী ফ্লাইওভারে ওঠার আগে সড়ক বিভাজকে সজোরে ধাক্কা লাগার পরই গাড়িটিতে আগুন ধরে যায়। আশপাশে থাকা লোকজন এসে প্রাইভেটকারে থাকা দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন, ঢামেক হাসপাতালে থাকা একজন রাতেই মারা যান। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে থাকা ব্যক্তি সকালে মারা যান। তার মরদেহ ঢাকা মেডিকেলে নেয়া হচ্ছে। সেখানেই দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হবে। গাড়িতে থাকা আরেকজন আহত হয়েছেন। তবে তিনি কোনো হাসপাতালে তা খুঁজে পাওয়া যায়নি।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন