২৮ জানুয়ারি, ২০১৯ ১০:২২

নাকের বিশেষায়িত অপারেশন ও প্রশিক্ষণ ওয়ার্কশপ

অনলাইন ডেস্ক

নাকের বিশেষায়িত অপারেশন ও প্রশিক্ষণ ওয়ার্কশপ

রাজধানীর মিডফোর্ড হাসপাতালের চলছে নাক, কান, গলা ও হেড ও নেক সার্জারি বিভাগে পাঁচ দিন ব্যাপী ‘ইনস্ট্রাকশনাল ইএনটি উইক’ ওয়ার্কশপ।

দ্বিতীয় দিনে নাক হতে রক্ত/পানি পড়া, নাকের টিউমার/পলিপ, সিএসএফ, রাইনোরিয়া, স্কাল বেস এর টিউমার সংক্রান্ত জটিল রোগের অপারেশন করা হয়।

এতে বিশ্বখ্যাত ইএনটি সার্জন ভারতের জেন হাসপাতালের ডা. সতীশ জেন ও দেশের ১১০ জন সার্জন অংশ নিয়েছেন। ওয়ার্কশপটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে।

ওয়ার্কশপটি পরিচালনা করছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল, নাক কান গলা ও হেড-নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা: মনিলাল আইচ লিটু।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর