রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস এলাকার নিজ বাড়ি থেকে শিল্পপতি দম্পতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, আবদুর রব ও তার স্ত্রী রোকসানা পারভীন। পুলিশ ও পরিবার জানিয়েছে, স্ত্রীকে খুন করার পর আবদুর রব নিজেকে গুলি করেন।
গতকাল রাতে বনানীর ডিওএইচএসের ৫ নম্বর রোডের নিজ বাড়ি থেকে পুলিশ এই দম্পতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আবদুর রবের লাশ সোফায় এবং রোকসানা পারভীনের লাশ বিছানার ওপরে পড়েছিল। পুলিশ রাতেই বাড়িটি ঘিরে ফেলে। ঘটনাস্থলে পুলিশ আরও জানায়, ইংলিশ মিডিয়ামে ক্লাস নাইনে পড়া আবদুর রবের মেয়ে হানিফা বিকালে খেলতে বাইরে গিয়েছিল। বাসায় ফিরে সে দেখে, মা ও বাবার লাশ পড়ে আছে। মেয়ের মাধ্যমে পরিবার এবং পরে পুলিশ এ ঘটনার কথা জানতে পারে।
জানা গেছে, নিহতের ছেলেদের মধ্যে নাফিস গত সপ্তাহে বিয়ে করেন। তিনি ঘটনার সময় হানিমুনে কক্সবাজারে ছিলেন। খবর পেয়ে রাতেই তিনি ঢাকার পথে রওয়ানা দেন।
রবের বাল্যবন্ধু ইকবাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পেরে ব্যাপক হতাশায় ভুগছিলেন এই দম্পতি। এ নিয়ে পরিবারের মধ্যে ব্যাপক অশান্তি বিরাজ করছিল। সেই হতাশা থেকেই এই দম্পতি আত্মহত্যা করে থাকতে পারেন বলে তিনি মন্তব্য করেন।
৫ নম্বর রোডের ৬০/এ নম্বরের ছয়তলা ভবনের পঞ্চম তলার ৪/এ নম্বর ফ্ল্যাটে আবদুর রব ও তার স্ত্রী রোকসানা পারভীন থাকতেন। তাদের তিন ছেলে নাইম, নাফিস, নাদিম ও এক মেয়ে হানিফা। এর মধ্যে তিন ছেলেই দাদির কাছে গুলশান-২ এর ১৯ নম্বর রোডের ৯৫ নম্বর বাড়িতে থাকেন। প্রতিবেশীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বাসায় গুলির আওয়াজ শুনতে পান। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল জিয়াউল আহসান জানান, আফসার গ্রুপের মালিক আবদুর রব গুলি করে তার স্ত্রী রোকসানাকে খুন করে নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। রাতে ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ ও অপারেশন) মীর রেজাউল আলম বলেন, আবদুর রব ও রোকসানা পারভীন দম্পতির সন্তানেরা এ সময় বাসায় কেউ ছিলেন না। বাসায় একজন নারী গৃহকর্মী ছিলেন। বাসা থেকে রাতেই পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও কিছু আলামত সংগ্রহ করা হয়। নিহতের ছেলে নাইম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে বাবার ব্যবসায় লোকসান চলছিল। বিভিন্ন ব্যাংকসহ অনেক ব্যক্তির কাছে ঋণের বোঝা বাড়ছিল। ব্যবসায় হতাশার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। একটা জমি বিক্রি নিয়ে মায়ের সঙ্গে বাবার দ্বন্দ্ব চলছিল। গৃহকর্মীর কাছ থেকে তারা জেনেছেন, মাকে গুলি করার পর নিজেকে গুলি করেন।
পুলিশের গুলশান বিভাগে উপকমিশনার লুৎফুল কবীর বলেন, নিহতের বাসা থেকে পিস্তলের দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লাইন্সেস করা পিস্তলটিও উদ্ধার করা হয়েছে।
গতকাল রাতে সরেজমিনে ওই বাসায় গিয়ে দেখা গেছে, বাসায় ঢুকতেই ডাইনিং রুম। বাম দিকে রয়েছে ড্রইং রুম। পূর্ব পাশের বেড রুম সিআইডি কর্মকর্তারা ঘিরে রেখেছেন। ওই রুমেই গুলিবিদ্ধ হয়ে মারা যান দম্পতি। রুমের বিছানার ওপর রোকসানার লাশ পড়ে আছে। বিছানায় ছোপ ছোপ রক্ত। মাথায় গুলির চিহ্ন। বিছানার পাশে সোফা সেটে হেলান দেওয়া অবস্থায় পড়ে আছেন আবদুর রব। তার মাথায়ও গুলির চিহ্ন। প্রতিবেশীরা এই প্রতিবেদককে জানায়, হত্যাকাণ্ডের সময় গৃহকর্মী ফিরোজা বাসায় ছিলেন। কয়েকজন প্রতিবেশী সন্ধ্যার দিকে ওই বাসায় গুলির আওয়াজ শুনতে পান।
প্রসঙ্গত, গত এক সপ্তাহে রাজধানীতে নিজ বাসায় ছয়জনের লাশ মিলল। এর মধ্যে পূর্ব রাজাবাজারে নিজের বাসায় খুন হন টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী, মগবাজারের বাসায় খুন হয় আরও তিনজন।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
বনানীতে শিল্পপতি দম্পতি খুন
পুলিশের ধারণা স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর