শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

নারী পুলিশ কর্তার বিরুদ্ধে ঘুষ দাবির মামলা

নারী পুলিশ কর্তার বিরুদ্ধে ঘুষ দাবির মামলা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদা বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী মাহবুব মোর্শেদ সোহেল বাদী হয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. ওবায়দুস সোবহানের আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় চান্দগাঁও থানার এসআই খালেদ উদ্দিন ও এসআই হাফিজুল ইসলামসহ আরও দুজনকে অভিযুক্ত করা হয়। আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ানকে অনুসন্ধান করে ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আরজিতে ২০১৪ সালের ১০ মার্চ, ৩ আগস্ট ও ৪ আগস্ট তিনটি ঘটনার সময় উল্লেখ করে বলা হয়, 'অভিযুক্তরা বাদীর দুই শিশুপুত্রকে বিনা অপরাধে চান্দগাঁও থানায় আটকে রেখে এক লাখ টাকা ঘুষ দাবি করেন।'

মামলায় বাদী মাহবুব মোর্শেদ সোহেলকে নগরীর মুরাদপুর এলাকার রয়েল এগ্রো ফার্ম এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলে উল্লেখ করা হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর