শতাব্দীর শেষ প্রান্তে এসে নীল চাঁদ
ডুবে গেল পূর্ব-সাগরের তীরে
স্তিমিত আলোর রেখা মিশে গেল ধীরে।
বনতুলসীর ঝোপে উড়ে উড়ে ক্লান্ত হয়ে
ঘুমিয়ে পড়েছে জোনাক পোকার ঝাঁক;
তারও আগে ঝিঁঝিঁ ডাকা কোনও
পাতার কুঁড়েঘরে মায়ের কোলে শুয়ে
চরকা-কাটা চাঁদবুড়ির গল্প শুনতে শুনতে
ঘুমিয়ে পড়েছে নিষ্পাপ শিশু।
আর আমরা এই ইট-কাঠের কঠিন শহরে
বিহ্বল হৃদয়ে খোলা গলায়
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে গাইতে গাইতে
ও শতাব্দী-শেষের নীল চাঁদ, তোমাকে দেখতে
এই মধ্যরাতে উঠে গেছি তেতলার ছাদে।
তারপর তোমার প্লাবিত জ্যোৎস্নার নীল জলে
স্নান সেরে অদ্ভুত অনুভবে
ফিরে গেছি যে যার ঘরে-এই কঠিন শহরে।