বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রশংসা

পেরুর রাজধানী লিমায় শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের গৃহীত ইনটেনডেন্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনের (আইএনডিসি) ব্যাপক প্রশংসা করেছেন বিশ্বনেতারা। সোমবার কপ-১৯-এর সভাপতি, পোল্যান্ডের পরিবেশমন্ত্রী মার্সিন দুই সপ্তাহব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সম্মেলনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব নজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে। স্বাগত বক্তব্যে নতুন সভাপতি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা নিশ্চিত করতে হবে। তিনি ২০১৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনসংশ্লিষ্ট একটি আইনি কাঠামো প্রস্তুত ও অনুমোদনে সবার সহযোগিতা কামনা করেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব নজিবুর রহমান বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশের বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, সামগ্রিক সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা ও সহযোগিতার প্রয়োজন রয়েছে। এবারের সম্মেলনে সদস্য দেশগুলো কার্বন নিঃসরণের মাত্রা নির্ধারণ, জলবায়ুর কারণে সৃষ্ট অভিবাসন সংকট নিরসন, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় আক্রান্ত দেশগুলোকে আর্থিক সাহায্য দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে।
 

সর্বশেষ খবর