শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মেঘনা ডিপোতে তেল মাপে কম দেওয়ার অভিযোগ

প্রতি ব্যারেলে ১ থেকে ৩ লিটার কম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকদের পরিমাপে কম দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে প্রতি ব্যারেলে ১ থেকে ৩ লিটার তেল কম দিয়ে আসছে ডিপো কর্তৃপক্ষ। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল মেঘনা ডিপোতে হাজির হন বরিশালের জ্বালানি তেল পরিবেশক মালিক সমিতি ও ট্যাংক লরি মালিক সমিতির নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে মেঘনা ডিপোয় গ্রাহকদের বিতরণ করা ব্যারেলের তেল পরিমাপ করে তুলনামূলক কম পাওয়া গেছে। এতে মালিক সমিতির নেতৃবৃন্দ বিক্ষুব্ধ হয়ে উঠলে শান্ত করার চেষ্টা চালায় ডিপো কর্তৃপক্ষ। শুধু মেঘনা ডিপোই নয়, বরিশালের যমুনা ও ভাসমান পদ্মা ডিপোর বিরুদ্ধেও পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল বিকালে নগরীর বান্দ রোডের মেঘনা পেট্রোলিয়ামে গিয়ে বরিশাল জেলা জ্বালানি তেল পরিবেশক মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক স্বপন খান, বিভাগীয় ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি এনায়েত হোসেন খান সেন্টুসহ অন্য নেতৃবৃন্দকে দেখা গেছে। সেখানে ডিপো কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠক চলছিল। গণমাধ্যমকর্মীদের উপস্থিতির খবরে ডিপো ম্যানেজারসহ অন্যরা দ্রুত সটকে পড়েন। প্রত্যক্ষদর্শী মালিক সমিতির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কোনো ব্যারেলে ১ লিটার, আবার কোনো ব্যারেলে ৩ লিটার ডিজেল কম পাওয়া গেছে। এ নিয়ে ডিপো কর্তৃপক্ষের সঙ্গে মালিক সমিতি নেতৃবৃন্দের বাদানুবাদ হয়। এক পর্যায়ে ডিপো ম্যানেজার মালিক সমিতির নেতাদের সঙ্গে সমঝোতা করে পরবর্তীতে আর পরিমাপে তেল কম না হওয়ার প্রতিশ্রুতি দেন। স্বপন খান জানান, ট্রলার মাঝিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মালিক সমিতির নেতৃবৃন্দ ডিপোতে গিয়েছিলেন পরিমাপ সরেজমিন দেখতে। মেঘনা ডিপোতে একটি ব্যারেলে অর্ধেক লিটার তেল কম পাওয়া গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর