অবিলম্বে ৯ম বেতন কমিশন গঠন, ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল রাজধানীর বিএমএ ভবনে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের একাদশ জাতীয় সম্মেলনে পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এ দাবি জানান। সভায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন গণকর্মচারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
নোমানুজ্জামান আল আজাদ বলেন, ১০ ধাপে বেতন নির্ধারণসহ নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন, টাইমস্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন পুনর্বহাল, মূল বেতনের ২০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান এবং পেনশন গ্রাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। সংগঠনের সভাপতি সৈয়দ সারোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এবিএম আবদুস সাত্তার, একেএম ইহসানুল হক, সৈয়দ সুলতান উদ্দীন আহমদ, বদরুল আলম সবুজ প্রমুখ।
সম্মেলন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবসহ আশপাশে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করে।