শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিকার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকেই সব আসন পূরণ হয়েছে। এ বিষয়ে ড. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা পয়লা জুলাই নতুন শিক্ষার্থীদের পাঠদান শুরু করার লক্ষ্য নিয়ে কাজ করছি। ইতোমধ্যে আমাদের সব আসনে ভর্তি সম্পন্ন হয়েছে।
পাশাপাশি কিছু আসনে ভর্তি বাতিল হচ্ছে। এজন্য ১৫ দিনের মতো সময় নিয়ে খালি আসনের বিপরীতে আরেকবার ভর্তির জন্য ডাকা হবে।’