গত অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সরাসরি সুবিধা ভোগ করেছে প্রায় ৩৫ হাজার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। গতকাল রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশনের ১৯তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারপারসন মুসফিকুর রহমান। তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরের সুবিধাভোগীদের মধ্যে পুরুষ ১৭ হাজার একজন এবং নারী ১৭ হাজার ৭১৯ জন। এ সময়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে ৬৯২টি কর্মসূচি বাস্তবায়ন করে এসএমই ফাউন্ডেশন। সভায় পরিচালক পর্ষদের প্রতিবেদনের ওপর মতামত ও সুপারিশ করেন সাধারণ পর্ষদের সদস্যরা। তারা বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ খাতকে এগিয়ে নিতে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এসএমই ফাউন্ডেশনকে সমন্বয়কারী সংস্থা হিসেবে ঘোষণা করতে হবে।
এ ছাড়া এসএমই উদ্যোক্তাকে সেবার আওতায় আনতে ফাউন্ডেশনের অনুকূলে বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দের দাবি জানানো হয়।