শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পদ্মাতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ ও মাদারীপুরে পদ্মা নদীর দুই তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নদী এলাকায় অবৈধভাবে মাছ ধরার সব কার্যক্রম বন্ধেও ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে মুন্সীগঞ্জ ও মাদারীপুরের জেলা প্র্রশাসক, পুলিশ সুপার এবং শিবচর ও লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপসকুমার বিশ্বাস।

সর্বশেষ খবর