শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এগিয়ে চলছে জোড় ইজতেমার প্রস্তুতি

টঙ্গী প্রতিনিধি

টঙ্গী তুরাগ নদের তীরে এগিয়ে চলছে জোড় ইজতেমার প্রস্তুতি। এ উপলক্ষে স্বেচ্ছায় কাজ করছেন টঙ্গীসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা। প্রতিদিন কেউ মাটি কাটা, খুঁটি গাঁথা, শামিয়ানা তৈরি, ময়লা-আবর্জনা পরিষ্করণসহ বিভিন্ন কাজ করে যাচ্ছেন। জোড় ইজতেমা শেষে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। ২০ নভেম্বর শুক্রবার শুরু হবে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। ২৪ নভেম্বর মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমার সমাপ্তি ঘটবে।

ময়দানের এক মুরব্বি ও বিশ্ব মুসলিম খেদমত পরিষদের সভাপতি খাদেম মো. আবুবকর সিদ্দিক বলেন, বিশ্ব ইজতেমা ময়দানকে ঘিরে প্রস্তাবিত মাস্টারপ্ল্যান দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়ায় ময়দানে আসা দেশি-বিদেশি লাখ লাখ মুসল্লির ভোগান্তির সুরাহা হচ্ছে না।

সর্বশেষ খবর