শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পানি হরিলুট ঠেকাতে সিসিকের ‘অ্যাকশন’

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সরবরাহকৃত খাবার পানি দীর্ঘদিন ধরে হরিলুট চলছিল। মূল সরবরাহ লাইনে অবৈধভাবে মোটর বসিয়ে যে যার মতো করে পানি তুলছিলেন। বৈধ সংযোগের সংখ্যাকেও ছাড়িয়ে গিয়েছিল অবৈধ সংযোগ। বৈধ গ্রাহকরাও পরিশোধ করছিলেন না পানির বিল। পানির বিল বাবত সিটি করপোরেশন যেখানে প্রতি বছর ৪ কোটি টাকা পাওয়ার কথা সেখানে আদায় হচ্ছিল মাত্র ৮০ লাখ টাকা। এ অবস্থায় ‘অ্যাকশনে’ নেমেছে সিসিক কর্তৃপক্ষ। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরীতে প্রতিদিন পানির চাহিদা প্রায় ৮ কোটি লিটার। এর মধ্যে সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র ৩ কোটি লিটার। চাহিদার অর্ধেক পানিও সরবরাহ করতে পারছে না সিটি করপোরেশন। সরবরাহকৃত পানিও সঠিকভাবে ব্যবহার করছিলেন না নগরবাসী। অবৈধভাবে মোটর বসিয়ে পানি টেনে নেওয়ায় খাবার পানির সংকট আরও প্রকট হয়ে দাঁড়ায়। শুধু মোটর নয়, অনেকে সিটি করপোরেশনের অনুমতি না নিয়েই বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানির সংযোগ নিয়েছেন। এই অবৈধ গ্রাহকরা ভাগ বসাচ্ছেন বৈধ গ্রাহকের পানিতে।

সর্বশেষ খবর