শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ নিয়ে সংসদে ক্ষোভ

ফেসবুকে নজরদারি বাড়াবে সরকার

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশের কারণ হিসেবে ঢালাওভাবে এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে এমপিদের অধিকার খর্ব করায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তখন সংসদে শিক্ষামন্ত্রীসহ অনেক মন্ত্রীই অনুপস্থিত ছিলেন। তা নিয়েও সংসদে প্রশ্ন তোলেন এমপিরা। স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম বলেন, কমিটিতে ও সংসদে এমপিরা মর্যাদা না পেলে সংসদ টিআইবির কথিত নাচের পুতুলই হবে। টিআইবিকে মিথ্যা প্রতিপন্ন করতে হলে এমপিদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে গতকাল মাগরিবের নামাজের বিরতির পর অনির্ধারিত আলোচনায় সংসদ সদস্যরা এসব কথা বলেন। তারা এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির কাছ থেকে নিয়োগ ও পদচ্যুতির ক্ষমতা কেড়ে নেওয়ার ফলে এমপিদের সম্মানহানির বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষামন্ত্রী ঢালাওভাবে এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তিনি জাতির সামনে এমপিদের হেয় করেছেন। কমিটিতে এমপিদের ক্ষমতা খর্ব করে সম্মানহানি করেছেন। এ সার্কুলার জারি করে তিনি জাতিকে নতুন সমস্যায় ফেলেছেন। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে তিনি কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেননি। টিভিতে একজন পরীক্ষার্থী জানিয়েছে, সে পরীক্ষার আগে প্রশ্ন পেয়েছে। শিক্ষামন্ত্রী সংসদে নেই। কে এসবের জবাব দেবে? শুনবে আমাদের কথা? তিনি সার্কুলার প্রত্যাহার করার দাবি জানান। হাজী মোহাম্মদ সেলিম বলেন, নিজে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে নিয়োগ দিতে পারব না। বাইরে থেকে নিয়োগ করা হবে। এটা হতে পারে না। শিক্ষামন্ত্রী সার্কুলার দিয়ে কমিটিতে ও পার্লামেন্টে এমপিদের মর্যাদাহানি করেছেন। এমপিরা মর্যাদা না পেলে সংসদ টিআইবির কথিত নাচের পুতুলই হবে। টিআইবিকে মিথ্যা প্রতিপন্ন করতে হলে এমপিদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। তিনি সার্কুলার প্রত্যাহার করার দাবি জানান।

এদিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সংসদকে জানিয়েছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে সংঘটিত অপরাধ কমিয়ে আনতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদের ৮ম অধিবেশনে গতকাল প্রশ্নোত্তর পর্বে গাজী ম ম আমজাদ হোসেন মিলনের (সিরাজগঞ্জ-৩) ও মহিলা এমপি ফিরোজা বেগমের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

সর্বশেষ খবর