শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

সমুদ্রে ৬৫ দিন মাছ ধরতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

সমুদ্রে ৬৫ দিন মাছ ধরতে নিষেধাজ্ঞা

দেশের সামুদ্রিক অর্থনৈতিক এলাকায় গতকাল থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ শিকার নিষিদ্ধের আদেশ কার্যকর হয়েছে। সূত্র জানায়, মাছের সুষ্ঠু প্রজনন ও সামুদ্রিক মত্স্যসম্পদ সংরক্ষণের জন্য বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক এলাকায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নির্দেশনায় প্রতি বছরের মতো এবারও সামুদ্রিক অর্থনৈতিক জোন এলাকায় সব ধরনের ট্রলারসহ সব প্রজাতির মাছ ও ক্রিস্টাশিয়ান্স (চিংড়ি, লবস্টার, কাটলফিশসহ) আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ২০১৫ সালের ১৭ মে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাণিজ্যিক ট্রলারকে এ নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানায়।

সর্বশেষ খবর