সরকারি ওষুধ। বিনামূল্যে পাওয়ার কথা রোগীদের। কিন্তু রোগীর স্বজনরা চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে ছোটেন ফার্মেসিতে। সরকারিভাবে সরবরাহ থাকলেও বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে রোগীদের। দীর্ঘদিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) থেকে ওষুধ পাচারে কাজ করছে একটি চক্র। র্যাবের কয়েক দফা অভিযানে এ চক্রের সদস্য আবদুল ওয়াহেদ গ্রেফতার হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ। অতিপ্রয়োজনীয় কিছু ওষুধ বিনামূল্যে পাওয়ার কথা তাদের। কিন্তু তা পাচ্ছেন না। নগরীর ছোট বনগ্রাম এলাকার লাভলী বেগম জানান, কুকুরের কামড়ের ভ্যাকসিন হাসপাতাল থেকে দেওয়ার কথা। কিন্তু চিকিৎসক তাকে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েছেন। তিনি তা বাইরে থেকে কিনতে যাচ্ছেন। খালিদ ইমরোম নামে আরেক রোগীর স্বজন জানান, তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কোনো ওষুধ দেওয়া হয়নি। তাকে প্রেসক্রিপশন দেখিয়ে বাইরে থেকে ওষুধ কিনতে বলা হয়েছে। রোগীদের নামে বরাদ্দ হওয়া সেই সরকারি ওষুধ বাইরে চলে যাচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে। সেগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন ফার্মেসিতে। মাদকের বিনিময়ে সেই ওষুধ পাচার হচ্ছে ভারতেও। র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম জানান, তাদের কাছে তথ্য আছে হাসপাতাল থেকে ওষুধ নিয়ে সেগুলো মাদকের বিনিময়ে ভারতে পাচার করে থাকেন এ চক্রের সদস্যরা। র্যাবের হাতে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, আগে থেকে প্রয়োজনীয় ওষুধের তালিকা ও আগাম টাকা দিয়ে আসার পর হাসপাতালের ভাণ্ডার শাখার লোকজন তাদের ওষুধ সরবরাহ করে থাকেন। র্যাব অধিনায়ক আরও জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওষুধ সংগ্রহ করে সেগুলো বাজারে বিক্রি করা হচ্ছে চড়া দামে। এ চক্রটির সদস্যরা মাঝে মাঝে গ্রেফতার হলেও জামিনে ছাড়া পেয়ে আবারও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাই এখন ফার্মেসি মালিক ও সাধারণ মানুষকে সচেতন হতে হবে, যাতে সরকারি ওষুধ তারা টাকা দিয়ে না কেনেন। কয়েক দফায় ওষুধ পাচার সিন্ডিকেটের সদস্যরা গ্রেফতার হয়ে জামিনে বেরিয়ে আবারও জড়িয়েছেন এ কাজে। কিন্তু রামেক হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ চুরি ঠেকাতে তেমন কোনো ব্যবস্থাই নেয়নি। তবে ওষুধ চুরি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতির।
শিরোনাম
- আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় পরবর্তী সাক্ষ্য বৃহস্পতিবার
- কারিগরি স্কুল-কলেজে অনিয়ম-দুর্নীতির প্রমাণ অধিদপ্তরে পাঠানোর নির্দেশ
- সংস্কারের পর নির্বাচনের ব্যত্যয় হলে দায় এই সরকারের : মির্জা ফখরুল
- এক মাসে রেকর্ড ১ কোটি ১৭ লাখ মানুষের ওমরাহ পালন
- নারীর অদম্য সাহসেই গড়ে উঠবে জলবায়ু সহনশীল বাংলাদেশ : উপদেষ্টা রিজওয়ানা
- রাজধানীতে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
- সম্পত্তি ফেরত পেতে আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা এস আলমের
- আরও এক মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী
- অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন আহমদ
- পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, আবারও মোদির বিরুদ্ধে ট্রাম্পের নতুন কটাক্ষ
- জাতীয় নির্বাচন নাও হতে পারে, সবার আগে জুলাই সনদ হতে হবে: তাহের
- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
- যেভাবে নিজের ক্যারিয়ার কবর দিলেন সাকিব আল হাসান
- ঢাবিতে ভর্তি আবেদন শুরু, কোন ইউনিটের পরীক্ষা কবে?
- ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
- মেট্রোরেলের নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
- ‘দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছে যুবদল’
- বৃহস্পতিবার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম
- অধ্যক্ষ-প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে পরিপত্র জারি
- সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
সিন্ডিকেটের মাধ্যমে সরকারি ওষুধ বাইরে পাচার
কাজী শাহেদ, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর