শিরোনাম
সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সরকারি হচ্ছে ১৯৯ কলেজ

সম্মতিও মিলেছে প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের ১৯৯টি বেসরকারি কলেজ সরকারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতিও দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এসব কলেজে নিয়োগ বন্ধ করে পৃথক পৃথক পরিদর্শন প্রতিবেদন দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদের ছুটির আগের দিন ৩০ জুন মন্ত্রণালয় এই নির্দেশনা দিলেও গতকাল (রবিবার) তা মাউশিতে যায়।

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এসব কলেজ সরকারি করার সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকতাগুলো শেষ করে প্রজ্ঞাপন জারি করা হবে। মাউশির ভারপ্রাপ্ত মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান বলেন, তারা দ্রুত পরিদর্শন করে প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়কে দেবেন। বর্তমানে সারা দেশে ৩৩৫টি সরকারি কলেজ আছে।

যেসব কলেজ সরকারি হচ্ছে : সাভার কলেজ, শিবালয়ের মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ, সোনারগাঁ ডিগ্রি কলেজ, গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ, ভালুকা ডিগ্রি কলেজ, ধোবাউড়া আদর্শ কলেজ, করিমগঞ্জ মহাবিদ্যালয়, তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ, তেলিগাতি ডিগ্রি কলেজ, দুর্গাপুর সুসং মহাবিদ্যালয়, কালিহাতীর শামছুল হক মহাবিদ্যালয়, দেলদুয়ার সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজ, লোহাগড়া চুনতি মহিলা (ডিগ্রি) কলেজ, সীতাকুণ্ড মহিলা কলেজ, উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, রামু ডিগ্রি কলেজ, গোয়াইনঘাট ডিগ্রি কলেজ, জৈন্তাপুরের ইমরান আহমেদ মহিলা কলেজ, তাহিরপুরের বাদাঘাট ডিগ্রি কলেজ, মোহনপুর ডিগ্রি কলেজ, গোমস্তাপুরের রহনপুর ইউসুফ আলী কলেজ, রহনপুর মহিলা কলেজ, ভোলাহাট মহিলা কলেজ, বড়াইগ্রাম অনার্স কলেজ, নলডাঙ্গার শহীদ নজমুল হক ডিগ্রি কলেজ, সাঁথিয়া ডিগ্রি কলেজ, তাড়াশের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ, পীরগঞ্জের শাহ আব্দুর রউফ কলেজ,  জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয়, ফুলছড়ি ডিগ্রি কলেজ, বোনারপাড়া ডিগ্রি কলেজ, রাজিবপুর ডিগ্রি কলেজ, চিলমারী ডিগ্রি কলেজ, নাগেশ্বরী কলেজ, বিরামপুর কলেজ, আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ, ডুমুরিয়ার শাহপুর মধুগ্রাম কলেজ, অভয়নগরের নওয়াপাড়া মহাবিদ্যালয়, চৌগাছা ডিগ্রি কলেজ, ঝিকরগাছার শহীদ মশিয়ুর রহমান ডিগ্রি কলেজ, কচুয়া শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ, ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়, রামপাল ডিগ্রি কলেজ, কালিগঞ্জের মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ, দৌলতপুরের শেখ  ফজিলাতুন্নেছা মুজিব মহিলা  কলেজ, কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজ, মানিকারচর বঙ্গবন্ধু কলেজ, নীলকান্ত ডিগ্রি কলেজ, চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর