শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

রাজশাহীতে নতুন কৌশলে চলছে পিস স্কুল

মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজ এখন চলছে ভিন্ন কৌশলে। সরকারের নজর এড়াতে রাতারাতি স্কুলটির নাম পরিবর্তন করে ফেলেছে কর্তৃপক্ষ। ‘পিস স্কুল অ্যান্ড কলেজ’ এখন হয়ে গেছে ‘লিজেন্ড অ্যাকাডেমি’। নগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে সাঁটানো পিস স্কুলের সাইনবোর্ডগুলোও রাতের আঁধারে সরিয়ে ফেলা হয়েছে। সেসব সাইনবোর্ডের ওপর সাঁটিয়ে দেওয়া হয়েছে লিজেন্ড অ্যাকাডেমি নামের ডিজিটাল ব্যানার। এ নিয়ে স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নগরীর তেরখাদিয়া এলাকায় গাজী ভবনে গিয়ে দেখা যায়, পিস স্কুল অ্যান্ড কলেজের মূল সাইনবোর্ডটির ওপরও বসানো হয়েছে ‘লিজেন্ড অ্যাকাডেমি’ নামের একটি ডিজিটাল ব্যানার। এ ছাড়া মুছে ফেলা হয়েছে শিক্ষার্থীদের বহন করা ভ্যান গাড়িতে লেখা পিস স্কুল অ্যান্ড কলেজের নাম। তবে শিক্ষার্থীদের পরিচয়পত্র, ব্যাগ, ক্যালেন্ডার, খাতাপত্র এবং স্কুল ড্রেসের ওপর এখনো আছে পিস স্কুলের নাম। স্কুলের অ্যাকাডেমিক ভবনের সিঁড়ির এক পাশে পিস স্কুলের নাম এবং অপর পাশে লিজেন্ড অ্যাকাডেমি লেখা দেখতে পাওয়া যায়। ফলে এটি আসলে কোন স্কুল তা নিয়েও দ্বিধা-দ্বন্দ্বে পড়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। কয়েকজন অভিভাবক জানান, ছুটির দিনে স্কুলের নাম পরিবর্তন করে ফেলা হয়। পরদিন শনিবার সকালে সন্তানকে স্কুলে রাখতে গিয়ে তারা সাইনবোর্ড না থাকার বিষয়টি লক্ষ্য করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর