বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রঙিন স্মার্টকার্ডে সাদা-কালো ছবি

নিজস্ব প্রতিবেদক

রঙিন স্মার্টকার্ডে সাদা-কালো ছবি

ভোটারদের হাতে থাকা লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রে রঙিন ছবি থাকলেও ‘উন্নতমানের’ স্মার্টকার্ডে দেখা যাবে সাদা-কালো ছবি। নির্বাচন কমিশন সচিবালয় বলছে, আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে কার্ডে দৃশ্যমান ছবি সাদা-কালোই হবে। তবে কার্ডে যুক্ত মেমোরি চিপে রঙিন ছবি থাকবে। ১০ বছর মেয়াদি এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র আগামী ৩ অক্টোবর থেকে ঢাকা মহানগর ও কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে বিতরণ শুরু হবে। তার আগে ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ইউনিক পরিচিতি নম্বর, হলোগ্রামযুক্ত, মেমোরি চিপ ও বারকোডসহ আন্তর্জাতিক মানের এ জাতীয় পরিচয়পত্রে নাগরিকের সাদা-কালো ছবি থাকবে। কারিগরি ও অন্যান্য সুবিধার কথা মাথায় রেখে ভোটারের রঙিন ছবি ব্যবহার সম্ভব হচ্ছে না। পলিকার্বনেটেড কার্ড ব্যবহার করা হচ্ছে বলেই তাতে ছবি সাদা-কালো হবে বলে জানান তিনি। স্মার্টকার্ডের এক পিঠে ভোটারের নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ, এনআইডি নম্বর, স্বাক্ষর এবং অপর পিঠে ঠিকানা, ব্লাড গ্রুপ এবং ইস্যুর তারিখ দেওয়া থাকবে। এ ছাড়া থাকবে ছবি, মেমোরি চিপ, বারকোডসহ বিভিন্ন নিরাপত্তা ফিচার, যা জালিয়াতি করা কঠিন হবে বলে ইসির দাবি।

সর্বশেষ খবর