বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিল্পকলায় তিন নাটক

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় তিন নাটক

শিল্পকলা একাডেমির তিন মিলনায়তনে গতকাল সন্ধ্যা ৭টায় একযোগে মঞ্চায়ন হয়েছে ব্যতিক্রমী গল্পের তিন নাটক। এর মধ্যে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে নাট্যধারার ‘অতীশ দীপঙ্কর সপর্যা’, স্টুডিও থিয়েটার হলে অবয়ব নাট্যদলের ‘ফেরিওয়ালা’ ও পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয়েছে উদীচী শিল্পীগোষ্ঠীর নাটক ‘হাফ আখড়াই’।

উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী রচিত ‘হাফ আখড়াই’ নাটকটির নির্দেশনায় ছিলেন আজাদ আবুল কালাম। উনিশ শতকের গোড়ার দিকে বাংলা টপ্পা গানের একটি দলকে ঘিরে বিন্যস্ত হয়েছে নাটকটির গল্প। ব্রিটিশবিরোধী আন্দোলন, নারীর প্রতি সে সময়ের সমাজের দৃষ্টিভঙ্গি, ধনী-গরিব বৈষম্য প্রভৃতি বিষয়ই এ নাটকটির মূল প্রতিপাদ্য। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উদীচী নাটক বিভাগের শিল্পীরা।

আসাদুজ্জামান দুলাল রচিত অবয়ব নাট্যদলের ‘ফেরিওয়ালা’ নাটকটির নির্দেশনায় ছিলেন শহিদুল হক খান শ্যানন। বিভিন্ন চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন কাজী দেলোয়ার হেমন্ত, মাহমুদ হাসান জনি, ফ্রাংকোলিন সরকার, তানজিবা আক্তার শোভা, আবু সাঈদ প্রমুখ।

অলোক বসু রচিত ও নির্দেশিত ‘অতীশ দীপঙ্কর সপর্যা’ নাটকে অতীশ দীপঙ্করের জীবন ও দর্শন তুলে ধরা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর