সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে অস্ত্রসহ ১৪ জন গ্রেফতার

র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন, বিপুল পরিমাণ মোবাইল সেট, ট্যাব, ল্যাপটপ ও ছিনতাই করা টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে এ বিষয়ে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার দুপুরে মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকা থেকে ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল, ট্যাব ও তিন হাজার টাকা হারিয়ে সুজন নামে একজন র‌্যাব-২ এর সাতমসজিদ ক্যাম্পে অভিযোগ দেন। ঘটনার দিন রাতেই লোহার গেটসংলগ্ন একটি রিকশার গ্যারেজ থেকে আলিম, আনসার আলী, সাগর মিয়া ওরফে শওকত, হাসান ও ছগির নামে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও অজ্ঞান করার ৬ কৌটা মলম পাওয়া যায়।

পরে তাদের তথ্যের ভিত্তিতে হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থেকে আলমগীর, রমজান, সাইদুর রহমান, উজ্জ্বল, শেখ মো. জাহিদ, আবদুল খালেক, জহুরুল মিয়া ও ওসমানকে গ্রেফতার করা হয়। তাদের কাছে পাঁচটি ধারালো অস্ত্র, ছিনতাই করা ৩৭৭টি মোবাইল, ২টি ট্যাব, একটি ল্যাপটপ এবং ৩২ হাজার টাকা পাওয়া যায়। গ্রেফতারদের মধ্যে ছগির, সাইদুর ও আলমগীর এর আগে কারাভোগ করেছিল। এদিকে র‌্যাব-১ সূত্র বলছে, শনিবার বিকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মীরেরবাগ বাজার কলোনি এলাকা থেকে কামাল হাওলাদার নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর