শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দেওয়ান বাজারের ফুটপাথে অবৈধ হাট-বাজার

ফারুক তাহের, চট্টগ্রাম

দেওয়ান বাজারের ফুটপাথে অবৈধ হাট-বাজার

চট্টগ্রামের নগর ভবনঘেঁষা ঘনবসতিপূর্ণ একটি ওয়ার্ড ২০ নম্বর দেওয়ান বাজার। অপরিকল্পিত উন্নয়ন, ফুটপাথ ও সড়কে অবৈধ হাট-বাজার নিয়েই দেওয়ান বাজার। এর সঙ্গে চাঁদাবাজি, সরু রাস্তাঘাট, অপরিচ্ছন্নতা ও জলাবদ্ধতার সমস্যায় জর্জরিত সেখানকার মানুষ। এ ছাড়া সাবএরিয়া আবাসিক ও নবাব সিরাজউদ্দৌলা সড়কে অবৈধ বাজার গড়ে ওঠায় জনমনে ক্ষোভ রয়েছে। সেই সঙ্গে এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া চাক্তাই খালের অবৈধ দখল ও ময়লা-আবর্জনায় ভরে ওঠায় সেটি নালায় পরিণত হয়েছে। চাক্তাই খাল অবৈধ দখলমুক্ত করা, নালা-নর্দমা পরিষ্কার ও সম্প্রসারণের কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ এলাকাবাসীর। এই ওয়ার্ডেই দেশের পাইকারি কাপড়ের অন্যতম বিপণি কেন্দ্র টেরিবাজার ও স্বর্ণকারদের বাণিজ্যস্থল খ্যাত দিদার মার্কেট অবস্থিত। এক বর্গকিলোমিটারেরও কম আয়তনের এই ওয়ার্ডের লোকসংখ্যা প্রায় এক লাখ ২০ হাজার। ফলে এটি হয়ে উঠেছে নগরীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি ওয়ার্ডে। এ ছাড়া এই ওয়ার্ডের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে— এখানে সনাতনধর্মীদের একটি বড় অংশের বসবাস রয়েছে। যা ওয়ার্ডের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এলাকাবাসীর অভিযোগ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ওয়ার্ড কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের কাছে তাদের প্রত্যাশা— ভোটের রাজনীতি পরিহার করে নিম্ন আয়ের মানুষের দিকে অন্তত নজর দেবেন। ওয়ার্ডের ২১ হাজার ভোটারের মধ্যে প্রায় ৯ হাজার হিন্দু ধর্মালম্বী ভোটার রয়েছেন। যারা নির্বাচনে বিজয়ের পথে ট্রামকার্ড হিসাবে বিবেচিত হয়।

চারবারের বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, আমি সম্পূর্ণ নিজ অর্থায়নে এলাকার অনেক নারীকে বিউটি পার্লার, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষিত করার ব্যবস্থা  নিয়েছি। নিম্নআয়ের  পরিবারের ছেলেমেয়েদের জন্য একটি কারিগরি  স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ  নেবেন বলে জানান তিনি।

সর্বশেষ খবর