চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি ও পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরীকে হত্যাচেষ্টার নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ। ইতিমধ্যে পুলিশ এ ঘটনায় গ্রেফতার কায়সার হামিদ ও শাখাওয়াত হোসেনের অপরাধ ও মোবাইল রেকর্ড পর্যালোচনা করছে। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তাদের রিমান্ড শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘সিইউজের সভাপতির ওপর হামলার ঘটনায় নেপথ্যে কেউ ছিল কিনা তা খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মোবাইল রেকর্ড পর্যালোচনা করা হচ্ছে।’ সাংবাদিক ও পেশাজীবী নেতা সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে সন্দ্বীপ প্রেস ক্লাব এবং সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবসহ কয়েকটি সংগঠন। তারা মূল হোতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এদিকে, হামলায় আহত রিয়াজ হায়দার চৌধুরীর চিকিৎসার খোঁজখবর নেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়া সাবেক এমপি ও চাকসু ভিপি মাজহারুল হক শাহ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসহাক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক আবু সাঈদ সরদার, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের নেতৃত্বে বিএনপির একটি টিম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা, ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, মোরশেদুল আলম, জওহরলাল হাজারি, হাসান মুরাদ বিপ্লব ও শৈবাল দাশ সুমন, জেলা শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটির সদস্য নাট্যজন সায়ফুল আলম বাবু, গণজাগরণ সমন্বয়কারী শরিফ চৌহান, আবৃত্তিকার রাশেদ হাসান ও মুজাহিদুল ইসলাম, জুনিয়র চেম্বারের সাবেক সহ-সভাপতি রইসুল ইসলাম সৈকত, মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক আবুল বশর, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খায়রুল ইসলাম সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন ও সান্ধ্য সম্পাদক আবুল মান্নান, সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন, চট্টগ্রাম হকার্স সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, মিথুন মল্লিক, ইয়াসির আরাফাত প্রমুখ সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীকে হাসপাতালে দেখতে যান। এসময় নেতারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শিরোনাম
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
সিইউজে সভাপতি হত্যাচেষ্টার হোতাদের খুঁজছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর