বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
বসুন্ধরা চক্ষু হাসপাতাল

বিনামূল্যে ৩০ জনের অপারেশন

নিজস্ব প্রতিবেদক

বিনামূল্যে ৩০ জনের অপারেশন

অপারেশনে ব্যস্ত বসুন্ধরা চক্ষু হাসপাতালের চিকিৎসকরা —বাংলাদেশ প্রতিদিন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আকলিমা বেগম (৫৫)। কয়েক বছর আগে চোখে ছানি সমস্যা দেখা দিলেও অভাবের সংসারে চিকিৎসা করার মতো সামর্থ্য নেই তার। অবশেষে এই অসহায় মানুষটির পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও দোয়ারকা দাস ফাউন্ডেশন।

বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের মানবসম্পদ এবং প্রশাসন বিভাগের ম্যানেজার মোহাম্মদ আহসান হাবিব জানান, হাসপাতালে শুধু চোখের অপারেশনই নয়, রোগীদের ওষুধ-খাওয়া-থাকা সব ব্যবস্থাই করা হয়েছে বিনামূল্যে। শুধু আকলিমা বেগম নন, তার সঙ্গে আরও ২৯ জনের অপারেশন করা হয়েছে। এর মধ্যে ২৮ জনের চোখের ছানি ও দুজনের নেত্রনালি অপারেশন করা হয়েছে। উল্লেখ্য, বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সে অনুযায়ী কুষ্টিয়ার হরিনারায়ণপুরে দোয়ারকা দাস ফাউন্ডেশনের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ১৬০০ রোগী সেবা নিতে আসেন। তাদের মধ্য থেকে ১৪০ জনের চোখে বিভিন্ন সমস্যা অপারেশন করার জন্য নির্বাচন করা হয়।

 

 

সর্বশেষ খবর