মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সমাধানের পথ বের না হলে সংঘাত অনিবার্য

------ ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেছেন, একাদশ সংসদ নির্বাচন নিয়ে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যেতে হবে। সুষ্ঠু সমাধানের পথ বের করতে না পারলে সংঘাত অনিবার্য। গতকাল পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের মজলিসে আমেলায় বক্তারা এ কথা বলেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী আকন, গাজী আতাউর রহমান, আলহাজ আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম, শেখ ফজলে বারী মাসউদ, আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ। সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, সবাইকে একগুঁয়েমি পরিহার করে সমাধানের পথ খুঁজতে হবে। সবারই উচিত যে কোনো ধরনের সংঘাত ও সহিংসতা পরিহার করে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া।

এ জন্য ক্ষমতাসীনদেরকেই বেশি দায়িত্ব নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর