বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সম্পদে শীর্ষে এমপি সিরাজ, আয় বেড়েছে সবার

সঞ্জিত সাহা, নরসিংদী

সম্পদে শীর্ষে এমপি সিরাজ, আয় বেড়েছে সবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনে ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, আসনগুলোর মধ্যে ১০ বছরে সবচেয়ে বেশি আয় ও সম্পদ বেড়েছে নরসিংদী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এমপি আলহাজ সিরাজুল ইসলাম মোল্লার। সিরাজুল ইসলাম মোল্লা এই আসনের  বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। তার বার্ষিক আয় ও স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে ১৪৪ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৭৯৭ টাকার। হলফনামা অনুযায়ী সিরাজুল ইসলামের বার্ষিক আয় ১৬ কোটি ১৬ লাখ ৬৪ হাজার ১৪৬ টাকা। হলফনামা অনুযায়ী, আওয়ামী লীগ প্রার্থীদের আয়-সম্পদ দুই-ই বেড়েছে। তবে উল্টো চিত্র বিএনপি প্রার্থীদের। তাদের সম্পদের পরিমাণ তেমন না বাড়লেও বেড়েছে মামলার পরিমাণ। প্রাপ্ত তথ্যানুযায়ী, নরসিংদী-১ সদর আসনে প্রার্থী হয়েছেন, আওয়ামী লীগের মোহাম্মদ নজরুল ইসলাম হীরু (বীর প্রতীক)। তার আয়, স্থাবর ও অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় চার গুণ। অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবীর খোকনের সম্পদ ও মামলা দুটিই বেড়েছে। নরসিংদী- ২ পলাশ আসনে আওয়ামী লীগের আনোয়ারুল আশরাফ খান দিলীপের পাশাপাশি প্রার্থী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তার বার্ষিক আয় ৫১ লাখ ৫১ হাজার ৩৪৩ টাকা। নরসিংদী-৩ (শিবপুর) আসনের নৌকার প্রার্থী জহিরুল হক ভূঞা মোহনের আয় ও সম্পদ বেড়েছে তিন গুণ। এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনজন। নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ আসন থেকে বিএনপির দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের একজন মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং অপরজন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল। নরসিংদী-৫ (রায়পুরা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাজিউদ্দিন আহমেদ রাজু। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দুজন যথাক্রমে এ কে নেছার উদ্দিন ও আশরাফ উদ্দিন বকুল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর