রংপুর নগরীতে প্রতিদিন বাড়ছে বহুতল ভবন। এদিকে পাল্লা দিয়ে নগরজুড়ে চলছে জলাধার ভরাট। যত্রতত্র গড়ে উঠছে দাহ্যপদার্থ রাখার গুদাম ও গ্যাস সিলিন্ডারের দোকান। বহুতল বিশিষ্ট ভবন। ফলে বাড়ছে অগ্নিকাে র ঝুঁকি। এই ঝুঁকির মধ্যেও রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আঞ্চলিক অফিসে এখনো যুক্ত হয়নি আধুনিক সরঞ্জাম। শুধু তাই নয় নগরীর প্রায় ৯০ ভাগ বহুতল ভবনে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ও যন্ত্রপাতি নেই। জানা গেছে, গভীর পানিতে উদ্ধার কাজ, অধিক উচ্চতায় আগুন নেভানো এবং দুর্ঘটনার শিকার মানুষকে উদ্ধারে আধুনিক সরঞ্জাম রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগের নেই। অতি পুরনো প্রযুক্তির যন্ত্রপাতি দিয়ে চলছে অগ্নিনির্বাপণের কাজ। ওই অফিসের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের অধিক উচ্চতায় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজের জন্য স্নোরকেল ল্যাডার এবং হাই টার্ন্টেবল ল্যাডার (টিটিএল) বা বিশেষ মই নেই। ফলে অগ্নিকাে বিশেষ করে নগরীর বহুতল ভবনের বাসিন্দাদের বসবাস করতে হচ্ছে ঝুঁকির মধ্যে। এ ছাড়া নগরীতে প্রতি বছরই নতুন নতুন বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। কিন্তু ফায়ার সার্ভিসের এখনো ভরসা ৪৫ ফুটের মই। সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, বহুতল ভবন বলতে সাধারণত সপ্তম তলা এবং এর ঊর্ধ্ব ভবনকে বোঝায়। গত সাত বছরে সিটি করপোরেশন থেকে দুই শতাধিক বাণিজ্যিক এবং আবাসিক বহুতল ভবনের নকশা পাস করা হয়েছে। তবে এখন পর্যন্ত নির্মিত হয়েছে ৪০টির মতো। রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ইউনুস আলী বলেন, কৌশলে বহুতল ভবনের আগুন নেভানোর সক্ষমতা ফায়ার সার্ভিসের আছে। তবে বহুতল ভবনের আগুন নেভাতে প্রয়োজনীয় স্নোরকেল এবং টিটিএল ল্যাডার নেই। ৪৫ ফুট ল্যাডারই একমাত্র ভরসা।
শিরোনাম
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
অগ্নিঝুঁকিতে রংপুর নগরীর বহুতল ভবন
যন্ত্রপাতি সংকটে ফায়ার সার্ভিস ♦ প্রশাসন নির্বিকার
শাহজাদা মিয়া আজাদ ও রেজাউল করিম মানিক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর