রংপুর নগরীতে প্রতিদিন বাড়ছে বহুতল ভবন। এদিকে পাল্লা দিয়ে নগরজুড়ে চলছে জলাধার ভরাট। যত্রতত্র গড়ে উঠছে দাহ্যপদার্থ রাখার গুদাম ও গ্যাস সিলিন্ডারের দোকান। বহুতল বিশিষ্ট ভবন। ফলে বাড়ছে অগ্নিকাে র ঝুঁকি। এই ঝুঁকির মধ্যেও রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আঞ্চলিক অফিসে এখনো যুক্ত হয়নি আধুনিক সরঞ্জাম। শুধু তাই নয় নগরীর প্রায় ৯০ ভাগ বহুতল ভবনে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ও যন্ত্রপাতি নেই। জানা গেছে, গভীর পানিতে উদ্ধার কাজ, অধিক উচ্চতায় আগুন নেভানো এবং দুর্ঘটনার শিকার মানুষকে উদ্ধারে আধুনিক সরঞ্জাম রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগের নেই। অতি পুরনো প্রযুক্তির যন্ত্রপাতি দিয়ে চলছে অগ্নিনির্বাপণের কাজ। ওই অফিসের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের অধিক উচ্চতায় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজের জন্য স্নোরকেল ল্যাডার এবং হাই টার্ন্টেবল ল্যাডার (টিটিএল) বা বিশেষ মই নেই। ফলে অগ্নিকাে বিশেষ করে নগরীর বহুতল ভবনের বাসিন্দাদের বসবাস করতে হচ্ছে ঝুঁকির মধ্যে। এ ছাড়া নগরীতে প্রতি বছরই নতুন নতুন বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। কিন্তু ফায়ার সার্ভিসের এখনো ভরসা ৪৫ ফুটের মই। সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, বহুতল ভবন বলতে সাধারণত সপ্তম তলা এবং এর ঊর্ধ্ব ভবনকে বোঝায়। গত সাত বছরে সিটি করপোরেশন থেকে দুই শতাধিক বাণিজ্যিক এবং আবাসিক বহুতল ভবনের নকশা পাস করা হয়েছে। তবে এখন পর্যন্ত নির্মিত হয়েছে ৪০টির মতো। রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ইউনুস আলী বলেন, কৌশলে বহুতল ভবনের আগুন নেভানোর সক্ষমতা ফায়ার সার্ভিসের আছে। তবে বহুতল ভবনের আগুন নেভাতে প্রয়োজনীয় স্নোরকেল এবং টিটিএল ল্যাডার নেই। ৪৫ ফুট ল্যাডারই একমাত্র ভরসা।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
অগ্নিঝুঁকিতে রংপুর নগরীর বহুতল ভবন
যন্ত্রপাতি সংকটে ফায়ার সার্ভিস ♦ প্রশাসন নির্বিকার
শাহজাদা মিয়া আজাদ ও রেজাউল করিম মানিক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর