বুধবার, ২৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করাই অঙ্গীকার

------ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করাই অঙ্গীকার

গণতন্ত্র ‘পুনরুদ্ধার’ এবং খালেদা জিয়াকে মুক্ত করাই এবারের স্বাধীনতা দিবসে বিএনপির অঙ্গীকার বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ অঙ্গীকারের কথা জানান। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার যে চেতনা ও আদর্শ নিয়ে একাত্তরে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম   তা আজ ভূলুণ্ঠিত। বাকশালের আদলে একদলীয় শাসন কায়েম হয়েছে। আজ দেশের মানুষের নিরাপত্তা নেই, কোনো অধিকার নেই। মানুষের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।

আজ তিনি কারাবন্দী। আজকে এ মহান দিনে জনগণের কাছে আহ্বান জানাতে চাই, স্বাধীনতার আদর্শ, লক্ষ্য ও চেতনা এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আমাদের শপথ নিতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়া ও গণতন্ত্রকে আমরা মুক্ত করবই। সাভার থেকে ফিরে সকাল ১০টায় দলের নেতাদের সঙ্গে নিয়ে শেরেবাংলানগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। সেখানে জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এ সময়  মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আজকে আমরা শপথ গ্রহণ করেছি, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করব। খালেদা জিয়াকে মুক্ত করে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনব। মির্জা ফখরুলের সঙ্গে এ সময় বিএনপি নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আলতাফ হোসেন চৌধুরী, এ  জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, উলামা দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর