শিরোনাম
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রাবি ক্যাম্পাসে তাঁবু ফেলতে চায় ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

দলীয় টেন্ট/তাঁবু পুনর্নির্মাণের অনুমতি চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে স্মারকলিপি প্রদানের পর তা গ্রহণ করেছেন প্রক্টর। স্মারকলিপিতে বলা হয়, ‘সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ সংলগ্ন জাতীয়তাবাদী ছাত্রদল রাবি শাখার দলীয় টেন্ট ভেঙে ফেলে শহীদ বুদ্ধিজীবী চত্বর নির্মাণ করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা রেখে রাবি ক্যাম্পাসের সব রাজনৈতিক ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে অতিদ্রুত জাতীয়তাবাদী ছাত্রদল রাবি শাখা দলীয় টেন্ট পুনর্নির্মাণের জোর দাবি জানাচ্ছি।’ রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী সানিন বলেন, ‘ক্যাম্পাসে সব সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে সমান সুযোগ দিতে হবে। এ জন্য আমাদের দলীয় টেন্ট পুনর্নির্মাণ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন। তাদের দলীয় টেন্ট অনেক আগে ছিল, যে কারণেই হোক তা এখন নেই। তা যে আবেদন জানিয়েছে সে বিষয়টি আমরা দেখব।’

সর্বশেষ খবর